দেখেছি আমি ক্ষুধার তাড়নায় কাতর বহু মানুষের ক্রন্দন ধ্বনি,
তারা অসহায় অবস্থায় করছে সকলের কাছে প্রতিধ্বনি।
দেখেছি সর্বস্ব কেড়ে নিয়ে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে,
অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিতে।
দুমুঠো অন্নের জন্য তাদের চক্ষু হতে ঝড়ে পরে বন্যা,
দেখেছি আমি পথের ধারে ক্লান্ত হয়ে পরে থাকা পথ শিশুর অজস্র কান্না।
আবার আমি দেখেছি অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে পথে ফেলে যেতে,
পথ চলতি মানুষদের তাদের উপর অবজ্ঞার দৃষ্টি ফেলতে।
দেখেছি আমি পুরোনো বস্ত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে,
আবার অসহায় বস্ত্রহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে।
আবার আমি দেখেছি প্রবল শীতের মধ্যে পথে কুঁকরে শুয়ে থাকা বহু মানুষদের,
একটিও কম্বল ক্রয় করারও ক্ষমতা নেই যাদের।
দেখেছি আমি রাস্তা-ঘাটে নারীরা তীব্র লাঞ্ছনার হয় স্বীকার,
সব প্রত্যক্ষ করেও কোন প্রতিবাদ না করে থাকে উচিৎ তাদের করা তিরস্কার।
দেখেছি আমি বেকার যুবকদের হেরে যাওয়ার তীব্র কান্না,
কোথাও বা তাদের নিজ অধিকার ছিনিয়ে নেবার জন্য করছে ধর্না।
জেনেছি বিপদে পাশে থাকলে থাকতে হয় চিরকৃতজ্ঞ,
কিন্তু, দেখেছি আমি অনেক মানুষ হয় অকৃতজ্ঞ।
কিছু মানুষ পরিধান করে আছে মুখোশ,
উপরে রয়েছে ভালো মানুষের খোলস।
দেখেছি আমি মানুষ আজ বেশিরভাগ হয়ে গেছে স্বার্থপর,
ব্যবহার করে এগিয়ে যেতে চায় বারবার।
দেখেছি আমি অসহায় মেয়েদের বুকে জমে থাকা নিরব কান্না,
সামান্য কিছু টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেবার যন্ত্রণা।
দেখেছি আরও অনেক কিছুই কঠিন নিষ্ঠুর এই বাস্তবতার মুখোমুখি হতে,
জানিনা কবে হবে এর শেষ এসব দেখা আমাদের দেশ তথা সমাজ হতে।