গোলাপ বাগানের মাঝে তুমি আছো দাঁড়িয়ে,
বাসন্তী রংয়ের শাড়ি পরে আলতো চুল সরিয়ে।
তোমার সেই আড় চোখের দৃষ্টি,
জগতের অপরূপ রূপের যে সৃষ্টি।


ঠোঁটের কোনে তোমার ওই মিষ্টি হাসি,
আমার হৃদয়কে করেছে যে সর্বনাশী।
কী অপরূপ রূপের অধিকারী তুমি,
তাই তোমায় কবিতায় বন্দি করলাম আমি।


তোমার ভ্রু যুগল যেন কিছু চাইছে বলতে,
তাই হৃদয়ের প্রতি স্পন্দনে চাই আঁকতে।
হবে না কখনও মিল, আমি যে জানি,
বুঝলে মোর বন্ধুনী প্রকৃতি যে বড্ড অভিমানী।