এই জগতে রয়েছে বহু প্রাণীর বৈচিত্র্য,
ধীরে ধীরে হয়ে যাচ্ছে স্মরণীয় চিত্র।
এই জগতে রয়েছে মানুষে মানুষে দ্বন্দ্ব,
প্রতি মুহূর্তে ঘটে চলেছে বহু ভালো-মন্দ।


এই জগতে সবকিছুই মনে করা হয় ঈশ্বরের সৃষ্টি,
তাহলে কেন রয়েছে কিছু অশুভ লক্ষণের দৃষ্টি।
এই জগতে ঘটছে হিংসা-হানাহানি,
নেই কোন কারোর মানামানি।


এই জগতে নেই কেন সঠিক বিচার,
প্রতিবাদ করলে কিছু ভালো মানুষের হচ্ছে অবিচার।
জগৎ যেন ঠিক সময়ের মতো,
সবসময় চক্রাকারে পরিবর্তিত।


এই জগতে যে ব্যক্তি যেমন কর্ম করবে,
সে তেমনই ফল লাভ করবে।
আমি বিশ্বাস করি যাদের আজ হচ্ছে অবিচার,
একদিন তারা পাবে সঠিক বিচার।