যখন আমি রইব নাকো
তোমার নয়ন জুড়ে।
ভেবো নাকো গেছি চলে
তোমায় ছেড়ে অনেক দূরে।


তোমার কাছে এসেছিলাম
জীবন স্রোতে ভেসে ছিলাম।
আসা যাওয়ার এ পৃথ্বীটা
টেনে দিল সীমারেখাটা।


যেতে যে হবেই
যাচ্ছি যে তাই।
যেতে মন মানে নাকো
করি কি যে ভাই?


থাকার কথা নয়কো যেথায়,
মন সেখানেই থাকতে যে চায়।
কেউ কি এখন বলবে?
কালকে তুমি আসবে?


কথার কথা নয়তো এটা,
অন্তরে তার সীমান্তটা।
অন্তরেরই কথা আমার বাহিরিতে চায়;
বাহির ডাকে হাতছানিতে কেবলই আমায়।