জগতে আছে ভিন্ন ভাষা,
কিন্তু বলে সবাই মাতৃভাষা।
মায়ের মুখে প্রথম বাংলা শুনি,
সে যেন এক মধুর ধ্বনি।


এই ভাষাতেই দেখি আমি স্বপ্ন,
অতীতে কত জীবন হয়েছিল যে বিপন্ন।
বছর পেরিয়ে এল মাতৃভাষার দিন,
কেমন করে শুধবো তাদের ঋণ?