মৃত্যু কাকে বলে তা জেনেছি,
মৃত্যুকে আমি জয় করতে শিখেছি।
আমি এই জীবনের অশুভ শক্তি থেকে মুক্তি পেতে চাই,
মৃত্যুর চেয়েও অধিক কিছু থাকলে তাকে জয় করতে চাই।
দেহ কি আর পরিবর্তন করা যায় না!
এই দেহ যেন আর যে সয় না।
মৃত্যু এলে আমি মৃত্যুকে অতিক্রম করতে চাই,
আমি তারপরে কী শক্তি আছে তা দেখতে চাই।


মৃত্যু মানে শারীরিক যন্ত্রনা থেকে মুক্তি,
হয়ে ওঠা এক অলৌকিক অসীম শক্তি।
আমি অসীম শুভ শক্তির অধিকারী হতে চাই,
এই জীবন থেকে মুক্তি পেতে চাই।
আমি এই দেহকে পরিবর্তন করতে চাই,
মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে মৃত্যুকে হাসি মুখে বরণ করতে চাই।