নারীর গর্ভেই পুরুষ জন্মায়,
তবুও যে তারা তাদের কাঁদায়।
নারীই হল জগৎ স্রষ্টা,
তবুও তাদের বলা হয় নষ্টা।


চলছে ঘোর কলিযুগের সময়,
অনেকে মেতেছে লোভ ও হিংসায়।
এই যুগের নারীরা নয় যে সুরক্ষিত,
হচ্ছে পিশাচ দ্বারা ক্ষত বিক্ষত।


সমাজের কিছু অংশ করছে অত্যাচার,
ভুলে যেওনা নারী ছাড়া অচল এই জগৎ সংসার।
যাদের দ্বারা নারীরা লাঞ্ছনার হচ্ছে শিকার,
উচিৎ তাদের করা তীব্র তিরস্কার।


নারী তুমি যেমন ঘরের লক্ষ্মী রূপে সংসারধর্ম পালন করো,
এসো তেমনই দুর্গা রূপে অসুরদের দমন করো।