ভাই বোনের টান রাখি বন্ধনের মান,
থাকে একে অপরের ভালোবাসার প্রাণ।
যাদের আছে ছোট্ট ভাই বা বোন,
তারা হয় একে অপরের খুব আপন।


যাদের নেই কোন নিজের ভাই-বোন,
তাদের কেউ করতে পারে না নিজের বলে আপন।
অনেকে হয় পিতা মাতার এক মাত্র সন্তান,
তাদের থাকে না কোন ভাই বা বোন।


নি:সঙ্গ পথ আমার তাই একাই হেঁটে যাই,
পাশে ভাই বা বোন কেহ নাই।
আমার কবিতা আমিই লিখি,
বাস্তব জীবনে থেকে আমি শুধু শিখি।


আমি ভেবে চলি একা ক্লান্ত হৃদয় নিয়ে,
পাইনি নিজের ভাই বা বোন ভাগ্য চেয়ে।
বুঝেছি কিছু জিনিসকে ভালোবেসে যায় না পাওয়া,
অনেক ক্ষেত্রে হয়ে যায় সেটা অবুঝ চাওয়া।