পণপ্রথা চলছে আদি থেকে আজ পর্যন্ত,
নারীরা যে হচ্ছে সর্বশান্ত।
টাকা ছাড়া করে না যে অনেকে বিয়ে,
হয়না দয়া মেয়েটির দিকে তাকিয়ে।


পাত্রপক্ষ বলে অর্থই যে সব,
তা না দিলে হবে কলরব।
টাকা দিতে যদি না হয় সক্ষম,
তবে মেয়ে হবে যখম।


চাকরি পেয়ে হয়েছে স্বপ্ন পূরণ,
তবে কেন চাও এই ধন?
পণপ্রথা যে মহাপাপ,
গ্রহণ করলে পেতে হবে শাপ।


হোক এবার এই প্রথা বন্ধ,
চলছে যে দীর্ঘদিনের দ্বন্দ্ব।
নারীরা পাক সঠিক বিচার,
হচ্ছে তাদের প্রতি অবিচার।