মেঘলা দিনে যদি পড়ে বৃষ্টি,
মনের মধ্যে অনেক কবিতার হয় সৃষ্টি।
সেই অপূর্ব দৃশ্য দেখে হৃদয়ে জাগে আশা,
প্রকৃতির এ যেন এক ভালোবাসা।


আমি পারি না লিখতে কাল্পনিক চরিত্রতে,
আমার লেখা হয়ে যায় বাস্তব গন্ডিতে।
মেঘলা আকাশে সূর্যি মামা দেয় উঁকি,
তাই দেখে মাঠে আনন্দিত কৃষকেরা হয় সুখী।


ঘনিয়ে কালো করে যদি আসে মেঘলা আকাশ,
তাহলে প্রকৃতি রুষ্ঠ হয়ে যেন ঝড়ায় ঝড়ো বাতাস।
ঘন কালো মেঘ যদি সৃষ্টি করে প্রাকৃতিক দুর্যোয়,
তাই দেখে সকল প্রাণী করে সর্বদা ভয়।


রাত্রিতে যদি হয় কালো করে মেঘলা আকাশ,
বর্জ্রপাত সহ বৃষ্টির আলোতে ঝলমল করে চারপাশ।
তাই দেখে মুগ্ধ হয়ে আমি প্রকৃতির চিত্র আঁকি,
লেখা যেন থেকে যায় অনেক বাকি।