বর্ষা পেরিয়ে শরত এসেছে
আজ আকাশে,
পুজোর সুগন্ধে ভরে উঠেছে
যেন চারপাশে।


শুভ্র মেঘের ভেলায় ভেসে
শরতের আগমন দেশে,
শিশির ভেজা সবুজ ঘাসে
এ যে মনোরম আবেশে।


প্রকৃতি আজ কত সুন্দর ভাবে
উঠেছে সেজে,
অপূর্ব লাগে চারিদিক
কাশ ফুলের মাঝে।


নদীর পাড়ে হাওয়ায় দোলে
কাশের বন,
তাই দেখে মাতোয়ারা
সকলের মন।


শরৎ কালে মায়ের আগমন,
তাই বাজলো ঢাকের কাঠি,
পুজোর আনন্দে মেতে ওঠে
আকাশ বাতাস মাটি।


সমস্ত ভুবন আলো করে মা দুর্গা
মর্ত্যে নেমে আসেন,
সারা বছর অপেক্ষা করে
সকলে আনন্দেই ভাসেন।