আমাদের ছেড়ে গেলেন চলে সুর সম্রাজ্ঞী লতা,
সারা দেশ জুড়ে আজ ভরা বিষন্নতা।
ছত্রিশটির বেশি ভাষায় গেয়েছিলে তিনি গান,
কোটি কোটি মানুষ করে তাঁর জয়গান।


তার কন্ঠে বাজবে না আর সেই কোকিলের মতো সুর,
তিনি যে গেছেন চলে দূর-বহুদূর।
ভারতরত্ন লতা মোদের হৃদয়ে সদা অমর হয়ে রবে,
ওঁকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করে যাবে।


পৃথিবী থেকে সকলকেই চলে যেতে হবে একদিন,
শুধুই রয়ে যাবে তাদের কর্মফল দীর্ঘদিন।