দাদা তোমার জন্মদিনে কি আর পারবো দিতে!
শব্দ বর্ণমালার ঝংকার শুধু পারি গঠন করতে।
আটুই জুলাই দাদা তোমার শুভ জন্মদিন,
জানো, মোর পিতারও জন্ম ওইদিন।


ভারতের ওপেনার সৌরভ-শচীন,
সর্বদা লেখা থাকবে ইতিহাসের পাতায় চিরকালীন।
লর্ডসের ময়দানে তোমার সেই জামা ঘোরানো,
যায়না কখনও দেশবাসীর মন ভোলানো।


তোমার সেই চমকিত কভার ড্রাইভ ছক্কার বন্যা;
আজও যে মোরা ভুলতে পারিনা,
গ্ৰেগ চ্যাপেলের সেই কান্ড কারখানা,
আমরা যে মানতে পারিনা।


ভারতীয় দল থেকে বাদ পড়া আবার ফিরে আসা,
নতুন প্রতিভা কে জায়গা করে দেওয়া তুমিই আশা।
জি বাংলায় ও তোমার জীবনের দাদাগিরি দেখে,
তোমার কাছ থেকে সর্বদা সকলে শেখে।


ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বর্তমানে তুমি,
তোমার সাথে হত যদি সাক্ষাৎ, ধন্য হতাম আমি।
তোমার নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে চলা,
অন্য টিমের সাথে চোখে চোখ রেখে কথা বলা।


তোমার সৌরভে সুরভিত গোটা ক্রিকেট বিশ্ব,
আজও মনে পড়ে তোমার সেই অপূর্ব খেলার দৃশ্য।
আমাদের বাংলার গৌরব দাদা তুমি,
বাঙালির তথা ভারতের গর্ব যে সর্বদা রবে তুমিই।