আছো তুমি পাশে, তবু  যেন একা,
কথা হয় সবি,তবু  যেন ফাঁকা।
তাকাকেই দেখি, যেন তুমি অন্য,
অপেক্ষায় আছো, অন্য কারো জন্য।


ঢের সময় দিলে, যেন তোমার কর্ম,  
হেসে কথা বলো ঠিক, কি তার মর্ম ।
মাঝে মাঝে মৌনতা,কেন এমন নির্ণয়?
কেটে যায় সময়, সেটা কি অভিনয় ?


বলতে চাই কত, যেন তোমার বিরক্ত,
শূন্যে চেয়ে থাকো, কার প্রতি আসক্ত?
আবার কি দেখব, সেই হরষিয়া মন,
আছো তুমি পাশে, থাকবে সারাক্ষণ।


তোমার হাসিতে খুঁজি, সেই তোমাকে......,
মনটা কেড়ে নিলে,দু'টি চোখের পলকে।  
ভাবনাটা ক্ষণিকের, স্বপ্নটা কাননভূমি,
কেনা আছে এই বুকে,তোমার এক টুকরো জমি।  


রচনাকাল
০৯-১২-২০১৯
আবুধাবি।