দূরত্ব বলে দেয়,টানের অনুভব,
মন মনে মিশে,অনুভবেই সব।


তোমার চাহনি, বানিয়েছে কবি
কল্পনায় আঁকি,তোমারই ছবি।


তোমার আঁচল,যেন স্বপ্ন কানন,
ভেবে যাই শুধু,করি প্রেমের বুনন।


গোলাপের মত মুখ, লালছে ব্রণ,
অনুভবে মেতে উঠি,শুধু সারক্ষণ।


তোমার কালো কাজল,ছোট্ট তিল,
তুমিও ভাবো ,আমাতে তা মিল।


সাঁঝে ঝর্নার গান,নূপুরে ধ্বনি
মাতাল করে মোরে,টানের খনি।


আজ দুরত্ব বলে দেয়,অপেক্ষা সার,
উদগ্রীব দুটি মন, মিশে যাবে একাকার।


রচনাকাল
১৩-১২-২০২০
ইউ এ ই।