সুখ আছে দাম্পত্যে,
তবু এ সংসারে
ঠোকরা-ঠুকরি বহমান,
প্রেম আছে মনের গহীনে
পরিবার পরিজনে
আলোচনায় হোক সমাধান।
পাটকাঠি নয় জগত সংসার,
মানছি নানান মত পথ,
আলোর দিশায় মেতে থাকো
রথের চালক যে অধিরত।
অৰ্ঘ্যরচনা প্রেমের আধার
শ্রীমতীরে নিয়ে ঘর,
মায়াবতীর ঐ স্বর্ণ-মুকুর
এসো প্রেমে ভাসি থর থর।