পরী'টা আজ বায়না ধরল,   নানু বাড়ি যাবে কবে?
কত মাস কত দিন পার হলো,মা বলেছে  যাবে যাবে।
নতুন জামা গায়ে দিয়ে , খুশির ছোঁয়া মুখে নিয়ে  
লাল টিপ খানা কপাল জুড়ে, লাল ফিতা চুলে ঘিরে
ভোরের আলোর এই প্রভাতে, ছুটছে পরী মায়ের সাথে।


পরীর পায়ের তলায় ঠেকল সেকি! চোরা কাঁটা উঁকিঝুঁকি!
দারুণ বিষে ঘামছে পরী, মামাতো ভাই- বলে হাত ধরি -
"ওরে পরী চল ঘরে চল,  পায়ের কাঁটা ঢুকছে অতল,
দীঘির তীরে কুলের কাঁটা সে যে বড় চোরা ব্যাটা-মার ঝাঁটা ।


মাসের শেষে বছর গেলো, পরীর গাঙে যৌবন এলো,
যেন ঝর্ণার জলে প্রস্ফুটিত, রূপের শোভা আলোকিত
মন সীমানায় একটি  কাঠি , মামার ব্যাটার গলায় ঘাঁটি
পরীর নিশ্বাসের শব্দগুলো নিষ্পাপ স্বপ্নে এলোমেলো
                                 সাজিয়ে আছে স্বপ্ন পাটি।



রচনাকাল
১০।০৪-২০১৯
আবুধাবী