এই ভুবন মাঝে কত, অদ্ভুত তুমি গো,  
         তুমি রূপসিনী।
রবির আলোতে মুখে  আলো ফোটেছে ,
চাঁদের আলোয় , রূপের বান ডেকেছে ,
ঝিঁঝিঁপোকারা তোমার  গান ধরেছে,  
জোছনা রাতে মৃদু আলো সেজেছে,
     তুমি প্রাশান্তহাসিনী।  
তোমার  কাঁকন বাজে ঐ ফুলকাননে,  
রূপের আলোয় সেই ফুল যায় শয়নে,
আজি রাখালিয়ার সুর বাজায় যতনে  
      তুমি  হৃদয়হরিনী,  
এই ভুবন মাঝে কত, অদ্ভুত তুমি গো,  
         তুমি রূপসিনী ।


এই জীবন মাঝে  তোমার  ঠাঁই গো
      তুমি হৃদয়বাসিনী।
আজ প্রেমের কবিতা লিখব  আমি,  
তোমার ছবি এঁকে হবো নামি দামি,
সেই উল্লাসে আনন্দে ভাসবো জানি,
প্রেম আছে মনে, জানেন  অন্তর্যামী,  
        তুমি প্রিয়ভাসিনী ।
তোমার কালো চুলে সুবাস মাখি
তুমি অতুলনীয়া, এত রূপ কোথায় রাখি,
চোখ বুঝলেই তোমায় স্বপ্নে  দেখি  
জানি না মন কাকনে হলো একি !!
      তুমি  স্বপ্নভাসিনী
এই ভুবন মাঝে কত, অদ্ভুত তুমি গো,  
         তুমি রূপসিনী।


রচনাকাল
৭।০৫।২০১৭
ইউ  এ ই