পথশ্রান্ত পথিক স্তব্ধ আঁধারে হাঁটছে
কাঁচা রাস্তায় লোনা জলে ভেজা হাঁটু অব্দি
একটু আগে ভাঙা খালের জোয়ার এসেছিলো,
এখনো জল থকথক করছে, চমচম করছে পথরেখা।


পথিক কয়েক বার  আঁধারে স্তম্ভিত,
হোঁচট খেয়েছে, তবুও সে হাঁটছে ,
জানি না  এই হাঁটার শেষ  কোথায়!
দূরে  ছোট ছোট নৌকার হারিকেন জ্বলছে,
আর খালের দুই ধারের ছোট ছোট কুঁড়ে ঘর।


কাল সকালের আগেই পথিকের পথ শেষ হবে না,
এই আঁধার ,এই নিস্তবতা, নির্ভীক পথিক এগিয়ে চলেছে।
ছোট ছোট আলোর কণিকা সঙ্গি, স্তব্ধ অতল শব্দ বিহীন
পথের  মাঝে কেউ এক জন যেন তার সাথে হাঁটছে।
আবছা আলোয় হালকা ছায়া, পথিকের মনে কিছুটা শঙ্কা,
তখন গভীর রাত ।


আশে পাশে  কেউ জেগে আছে বলে মনে হয় না!
সামনের  বটগাছটার নাম আতংক ! তবুও  পথিক
এগিয়ে যাচ্ছে মনকে শিকলে বেঁধে মাইলের পর মাইল ।
অন্তহীন অন্ধকারের ময়দান কালো রাত্রি নক্ষত্র,
বটগাছটা  তখন পথিকের  মাথার  উপরে !!


বেশ  বিদঘুটে অন্ধকার, চারিদিকে বটপাতার শনশনানি!
পথিক অনেকটা পরিশ্রান্ত, কি ভেবে বট বৃক্ষের তলে বসে পড়ল।
অমানিশায় তেপান্তরের মাঠে স্তব্দ পথিক যেন এখন ভয় হীন,
শাঁ শাঁ বাতাসের  শীতল আবহে, হেলে পড়লো তাঁর ক্লান্ত শরীর।
যখন ঘুম ভাঙ্গলো,পশ্চিমা থেকে ভোরের আযান ধ্বনিত হচ্ছে,
পথিক আবারও হাঁটতে শুরু......


রচনাকাল
২৩।১২।২০১৮
ইউ  এ ই