সেদিন পড়ন্তবেলা,গরমের শহরে
রোদ্রের আদ্রতা কিছুটা থামলেও
বাতাসের দাপট ছিলো অনুভব করার মত।
আমি অফিস শেষে বাড়ির  ফিরছি,
এই পথটা বেশ জানাশুনা,
আট বছর ধরে হাঁটছি,
একেবারে চোখ বন্ধ করে হাঁটা যায়,
কিন্তু তা সম্ভব না,
ব্যস্ত রাস্তার নিরন্তর গাড়ির দৌড়াদৌড়ি।


আরব শহরের আনাচে-কানাচে শত দেশের
শত ভাষার সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত,
হঠাৎ কানে ভেসে এলো রবি বাবুর কবিতার ক'টি লাইন
তাও বেশ সুরেলা সুরে কোকিল কন্ঠে,


"দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি
ক্লান্ত বায়ু না যদি আর চলে–
এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঢাকি।"


আমি তো হতবাক!!
যেখানে শুনলাম সেখানে দাঁড়িয়ে গেলাম,
অনুভব করা বাতাসের দাপট যেন মুহূর্তে হেরে গেল
ঐ মানবীর সুরের কাছে।
আরব রাজ্যে রবীন্দ্রচর্চা !
অন্তর যেন বিকশিত। নির্মল হলো মন।
চোখ তুলে তাকিয়ে দেখলাম যেন এক অসূর্যস্পর্শা রমণী।
খোলাচুলে ব্যলকনির গ্রীল ধরে দাঁড়িয়ে আছে,
ঠোটে তার স্পন্দিত হাসির আলো।
তার নন্দিত চোখ দুটি যেন ভিতরের অন্তরে
জাগ্রত করে গেলো।


রচনাকাল
৩।০৬।২০১৮
ইউ এ ই