এই তো সেই দিনই তো দেখা হয়েছিলো আমাদের,
তুমি একটা সাদা গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলে,
পরনে ধব ধবে সাদা, কলেজ পোশাকে লাইব্রেরীতে,
তার একটু আগে  বেশ বৃষ্টি হয়েছিলো ঝড়ো হাওয়ায়
তাই তো তোমার পরনের  পোশাক  ছিলো কাকভেজা।


আমার হাতে  লাল গোলাপ দেখে কেনো জানি তুমি  
নিজেকে আড়াল করতে  চেয়েছিলে হাজারো বইয়ের ফাঁকে।
কিন্তু লুকাতে পারলে না, কারন চার চোখের মিলন যে ঘটলো।
তোমার চোখ দুটি অপলক আমার মুখের ভাজে,
তোমার  চেহারার ফর্সা আভা যেন আমাকে দংশন করলো।


আমি কোনো প্রেমিক ছিলাম না,হলাম প্রেমিক,
তোমারি তরে,তোমারি জন্য উদ্ভিদের উপর ঝর্ণাধারার মত।
কিন্তু আজ আমি যেন উদ্ভিদ হয়ে আছি, হারানোর শোকে,
তোমার কপালে লাল সিঁদুর,হাতে শঙ্খকাটা জোড়া,পরনে লাল শাড়ি,
তোমার ছোট্টখুকিটা তোমার আঙ্গুল চেপে ধরে  দাঁড়িয়ে আছে।  
তোমার বিবাহের পরে প্রথম দেখা আমাদের,
খুব জানতে ইচ্ছে করছে,- কেমন আছো তুমি? তোমার দুনিয়ায়?



রচনাকাল
০১-১২-২০২০
ইউ এ ই ।