আজ চাঁদের হাটে তারার মেলা,
জোছনা ভরা  আলো,
যুবতী কন্যা লাজুক চোখে
লাগছে তারে  ভালো।


মধ্যরাতে কালো চুলে
উড়ছে এলোমেলো,
ঝিঁঝিঁপোকা বসছে উড়ে
রূপের নয়ন আলো।


নীরব রাতে রূপের দহন  
যেন পুষ্পবনে আগুন,
অঙ্গে তার যৌবন   খেলা,
এই তো  ভরা  ফাগুণ ।


পথিক আমি, শ্রান্ত পথে
মুগ্ধ নয়ন জোড়া,  
সাষ্টাঙ্গে তার রূপের কীর্তি
মন যে পাগলপারা ।


মর্ত্যভূমির সোনার কন্যা
অঙ্গে নৃত্যময়ী ভাষা,
কোন কাননের ফুল গো কন্যা
হাত ধরিবার  আশা।    


রচনাকাল
৩০।০৪।২০১৭
ইউ এ ই