বাবার আদরে কালো-মেয়ে
শ্যামলা বরণ মুখ।
মায়ের স্নেহের গোধূলি লগন,
চোখের কোণের সুখ।


প্রভাত রূপের ঊষা কুমারী
এলোকেশী কালো চুল,
কাজল কালো ভ্রমর যেন
ফোঁটা  গোলাপ ফুল।


চিত্ত তার বিত্ত ভরা,
উদার ভরা মন,
মেধার জগতে তপ্ত বারুদ
ভাবনায় প্রতিক্ষণ।


উর্বর চিন্তা উর্ধ্বে তার,
স্বচ্ছ স্থবির স্থির,
নতুনত্যের বিশাল ভাবনা
উৎসুক উন্মুখ গম্ভীর ।


বর্ষা কাঁদে আষাঢ় -শ্রাবণ
প্রকৃতির  যত খেলা,  
স্বচ্ছ কায়া দু'চোখে তে,
ভাবনায় যায় বেলা।


কালো মেয়ে'র নামটি সানাই
কালো পরিচিত এক মুখ,
মনের মাঝে ঢেউ জেগেছে,
যেন এক সিন্ধু সুখ।


রচনাকাল
০৬-১২-২০১৯
আবুধাবী