আমি তাহারে বলি
ফুটিয়াছে আজি  অনন্ত প্রেমের ফুল,
এসো গাহি জীবনের গীত
প্রণয়ের প্রতিকূল ।


সে চাহিয়া রহিয়াছে আকাশের পানে
ভাবিতেছে ভাঙ্গা-গড়ার সংসার,
ইহাই  তো  জীবনের স্বরলিপি
জীবন পথের সার।


আমি ধরিলাম তাহাকে  আমার প্রেমডোরে
সে রাখিলো  আমার চোখে চোখ,
আমার মাঝে বিশ্ব খুঁজিল বটে
প্রেম পিপাসায় উন্মুখ।


স্রোতের গতি, বুঝে না তো  সময়
অনন্ত ছুটিয়া চলে,
আকর্ষণের প্রতি বিকর্ষণের টান
পুষ্প মাল্য গলে।


আজি  দোয়েলের  ডাক, কুকিলের কুহু
সংসারের টানাপোড়ন,
প্রকৃতি সাজিয়াছে নিজের নিয়মে
মানে কোনো  বাঁধন ।


রচনাকাল
১৬।০৮।২০১৯
আবুধাবী।