আসরের সকল সম্মানিত কবিগণ-  গত ৭/৪/২০১৫ তারিখে শুরু হওয়া " অতিথি পূজা"  অনুষ্ঠানটি  আসরের  অভিজ্ঞ কবি অজিতেশ নাগ'কে   আমন্ত্রণ জানিয়ে শুরু করা হয়েছিল  সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান "অতিথি পূজা"। অতঃপর প্রতি সাপ্তাহে হাজির হয়েছি আসরের  কোনো না কোনো  কবিকে নিয়ে।  জেনেছি আমরা সবায় তাঁর সম্পর্কে । ভার্চুয়াল থেকে বাস্তবে জানতে এবং জানাতে।  


এই অনুষ্ঠানটি প্রতি সাপ্তাহে এক দিন প্রকাশ করা হতো । এটা  আপনাদের সবার  জানার কথা।   পরে আমার সাময়িক ব্যস্ততার কারণে আমি অনুষ্ঠানটি  পরিচালনার  দায়িত্ব দিলাম আসরের অতি পরিচিত কবি  শ্রদ্ধেয় তপন চন্দ্র দাসকে।  তিনি  অত্যন্ত নিষ্ঠার সাথে ধৈর্য নিয়ে গত  ৮/৬/২০১৬  তারিখ পর্যন্ত নাম বদল করে "অতিথি আলাপন" নামে  ( সবার আলোচনা মতে ) অনুষ্ঠানটি পরিচালনা করে এসেছেন । এই জন্য আমি  উনার  নিকট   চিরকৃতজ্ঞ ।  


    তাই উক্ত  অনুষ্ঠানটি আবারও পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করছি এবং  কোন নামটি  বেশি  শ্রেয় বলে আপনি মনে করেন ? "অতিথি পূজা / অতিথি আলাপন "এমতাবস্থায় আপনার/ আপনাদের মতামত আশা করছি। এবং সাপ্তাহে কোন দিন প্রকাশ করলে ভালো হয়?  


"আসনু হাসি কবিতায় ভাসি  কাব্যিকতায়। "


শিমুল শুভ্র