ওরা শহরের অলিগলি থাকে, গ্রামের  চিপাও
ওদের মনটা খাঁ-খাঁ গোরস্থানের মত,
ওঁত পেতে থাকে,বকের মৎস  শিকারীর ভঙ্গিমায়
কখন কাকে লুটবে, বক্ষে বসাবে ছুঁড়ি
যেমনি বাজ পাখী,আজব!!


ওরা  থাকে অফিসের বড় বাবুর আসনে,
ওদের মনটা,কুৎসিত লালসার অঙ্গারে লালিত!
কলমের খোঁচাটা ওদের অস্ত্র!কাঁতা সেলাই করা সুঁই।
অপেক্ষা  কালো নোটের বান্ডেল , নিশানা মক্কেল।
এই টেবিল থেকে ঐ টেবিলে, চমৎকার লুকাচুরি,অদ্ভুত!!


ওরা থাকে গ্রামের মোড়ল হয়ে, মাতব্বর  
হাতে  কাজের চাপ,ভয়ানক ব্যস্ততা,
থমথমে পাতলা শাদা শার্টটার পকেটে  ক'টা নোট
গুঁজে দিলেই, সকল ব্যস্ততা,সকল কাজের চাপ নিমিষেয় ধূলিসাৎ ।
যেন তাঁর কাছ  থেকে আপনি আইন এবং সময় কিনে নিয়েছেন।
কয়েকটা কাগজের নোটের  বিনিময়ে।  
হা হা অথচ ঐ মাতব্বর কিন্তু আপনি ই বানিয়েছেন, কলিযুগ !!  


ইতিহাস সাক্ষী আছে, রাত্রিদিনের যেমনি উদয় হচ্ছে
তেমনি উত্তেজিত মানুষের লালসা, বিশৃঙ্খল জীবন
গোলকধাঁধা'র এই ছোট জীবনে, মুক্তির পথ নির্দেশিত
অকাল মৃত্যু আর অসতুষ্ট প্রকৃতি পাবে সন্তুষ্টি ।