ষোল থেকে সতের বালিকা,অনন্ত-যৌবনা বালা,
পাওয়ার তৃষ্ণা,মধু-চন্দ্রিমার অন্তরালে কল্যাণ-দীপ
জ্বালানোর বাসনা জাগে মনে।
ছটপট মানস-রঙ্গিণী হয়ে উঠে মন,
বাসন্তী রং শাড়ী পরার সাধ জাগে, চিত্তে দোলা দেয়।
স্বপ্নে হারায় নিজের অস্তিত্ব,অতৃপ্ত যৌবন-ক্ষুধায়,
হরষণ অনুভবে অধর তিলোত্তমা, তিলে তিলে!!
এ যেন অনন্ত-যৌবনা বালার গোপন প্রকাশ ।
তরুণী বুকে নিত্য উঠে এক অদ্ভুত শিহরণ,
উদগ্র কামনা,অতৃপ্ত বাসনা ছুঁয়ে যায় মন সীমান্তে,
ভাঙা ঢেউ এর মত মিলন সৃষ্টি-কাম, নেশায়।
একুশের পর -অনন্ত যৌবনা বালা, যেন মাঝ দরিয়ার ভাটা,
তরুণীর বুকের ঝড়,অপরূপ গতি যেন,এক নোঙর দেয়া নৌকা,
চেতনার ধারার ভিন্ন গতি,আকাশের যত বায়ু প্রাণ সব যেন ভিন্ন মতি,
সত্য চিরন্তনের ভেলায় এই এক জাগতিক নিয়ম।


রচনাকাল
১১।০৫।২০১৪
ইউ এ ই।