ও হে মালঞ্চের চঞ্চল আঁচল,
সৌন্দর্যে ভুলায়,থর থর অবিচল,
     অগোছালো পাটি,
কুঞ্জবনে মাধবীমঞ্জরি পরশ ঘাঁটি।
রূপের তারন্যে করে হৃদয় হরণ,
    মনে প্রেমের সমীকরণ,
গভীর নিবিড়তায় অঙ্গের মোহ বাঁধন,
অপূর্ব অদ্ভুত আঁখির নিশি জাগরণ।
      ক্ষণে ক্ষণে সংকেতে,
লাজে বাঁধা মনে,মৃদু হাসে অনিকেত,
অন্তরের বানে,উষ্ণ উচাটন নিশিক্ষণে,
    হীরামুক্তা মানে,সঙ্গী সাধনে,
শিশিরের ভেজা ঘাসে,মনের সুবাসে,
হেমন্তের সুর সখার,জ্যোত্‍‌স্নার শ্বাসে।
         স্বপ্ন আঁকে নিরবিলি,
সাধ মিটে না মনে সুমধুর ফালি,
ক্লান্তসন্ধ্যা আকাশের সূর্যের কুয়াশা,
      সৌন্দর্যদূত কাঁদে হরষা
বার্তাকু মনে,মায়াবী অধর অম্বর-পানে,
ইন্দ্রধনুচ্ছটা  দেখে কোমল বক্ষ টানে,
      জীবন যৌবন ধাবমান,
মানস-রঙ্গিণী মুখে উচ্ছ্বাসিত সুখটান,
মাধবী মুখের রূপ যেন অপলক শান।
            অন্তরজুড়ে
করালগ্রাসী স্রোতে,নিশির বাহুডোরে,
ভালোবাসা,আর ভালোবাসায় যেন প্রাণ।


রচনাকাল
১৪।০৫।২০১৪  
ইউ এ ই ।