তুমি বড্ড আলসে ওগো,দুহাতে দিবো, শৃঙ্খলদড়ি,
দৃঢ় সম্মতি দিলাম নন্দ কাননে,ঘুরে আসো তাড়াতাড়ি।
পূর্বকোণে রোদ বেড়েছে, চিকচিকে রাঙা করে ভুবন,
বিদ্রোহ করছে ঘড়ির কাঁটা,অফিস যাওয়ার কথন ।
সাবান দিলাম,গামছা দিলাম,ভিজাও লোনা শরীর খানা,
জলের গন্ধ মেখে আসো,ঝড় তুলে,প্রাণের আহ্লাদ পনা।
নাস্তার টেবিলে দারুণ সুবাস,রুটি'তে ইলিশ মাছের ডিম,
প্রভাত রবিতে অধর কাঁপে, লিপে আলতা-পাটি শিম।
কাঁধে রাখো দু'হাত যতন করে,গলার টাই'টা বেঁধে দিই,
খবরদার করো না দুষ্টমী,তুষ্ট মুখে,প্রিয়তম আমার সারথী।
ইশ!! মোজা গুলো তে বেজায় গন্ধ,টুটে গেলো যে নাক,
মৃদু মুখে হাসছো কেন,ওরে দুষ্ট,নীরব হিমগিরির  প্রভাত ।
গন্ধ ভূষণ সাজিয়ে দাও ললাট পানে, চুম্বন মহিমা বাসনা,
প্রাণের প্রীতি, প্রেমের গীতি ,জীবন সাথী,তুমি যে সাধনা ।
চাবির ছড়া তুলে দিলাম,গাড়ি'র কোলে,বস আরাম করে,
ক্রিং ক্রিং ফোন দিয়ো কাজে'র ফাঁকে,যদি আমায় মনে পরে।
পশ্চিমকোণে রোদ কমেছে, দক্ষিণ দ্বারে অপেক্ষায় সারনীয়া,
স্নিগ্ধ মন পটভূমি শীতল হবে,কখন আসবে তার মনবীণা।


রচনাকাল
১৪।০৫।২০১৪
ইউ এ ই ।