প্রথম দিন-
যাঁরা উপস্থিত থাকবেন,
১}থানা শিক্ষা অফিসার।
২}থানা পুলিশ সুপার ।
৩}হাতিয়া দ্বীপ পাঠাগারের প্রতিষ্ঠাতা।
৪}বিশিষ্ট কথা সাহিত্যিক
   ক}শামীম আহাম্মেদ (হাতিয়া ডিগ্রী কলেজ)
   খ}রওনক কিরণ (হাতিয়া ডিগ্রী কলেজ}
   গ}নোবেল (সাংবাদিক প্রথম আলো)


আমি মিলন মেলা টা ঠিক যে ভাবে শুরু করতে চাই
১}কোরআন তেলোয়াত এবং গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
২}কবি পরিচিতি ।
৩}কৌশল বিনিময়।(সাথে চা নাস্তার পালা)
৪}স্বরচিত কবিতা  পাঠ ।
৫}সাহিত্য আলোচনা কিছু টা ক্ষণ কথায় কথায়-
৬}নাচ এবং গান।
৭}সবার শেষে সৌখিন কবিদের সনদ পত্র প্রদান ।{যাদের কবিতা শতক ছুঁয়ে গেলো}
৮}মধ্যাহ ভোজ ।
৯}পুরো অনুষ্ঠান টি ভিডিও করা হবে ।এবং যাঁরা মিস  করবে তাঁদের প্রতি খেয়াল রেখে ভিডিও টি ইউটিউবে  প্রকাশ করা হবে।
১০}যাঁরা স্বরচিত কবিতা পাঠ করবেন,তাঁদের কবিতা গুলো ডিজিটাল করে তৈরি করা হবে।


২য় দিন-
১}সবায় মিলে নিঝুম দ্বীপে পিকনিকে যাবো ।
২}দারুণ পরিবেশে সবায় মুগ্ধ হবেন এই বিশ্বাস আছে ।
৩}নিরিবিলিতে কবিতা লেখার দারুণ স্থান ।


{কারো  কোন নিজেস্ব মতামত থাকলে বলুন -আমি শুনতে চাই}