তন মন ক্ষণ যেন,প্রদীপের আলো জাগরনো,আকাশের চাঁদ সোয়ারী
বুন রুন পূন হে বালিকা শুন,বুকের আঁচলে তুনো,নয়নের হাসি ফোয়ারী।
চঞ্চকে নটক্কে,হৃদয়ের পট্টকে,খেলছো আঙিনা তটে তুমি,মন কান্ডারী,
পট পটে ঝটপটে,মনের আকাশপটে,তুমি যে আলো,প্রেমের সুখ দিশারী।


সুনীল সুশীল শ্যামল গরল,প্রেমসুধা মুখে আঁকি চুম্বন,অংকনে অনিবার,
দ্বিদীল,কোমল সরল ইরল,কল্লোলে ভাসি,মধুময় সুখ ঠোঁটে আনি যতবার ।
হন্ হন্ টন্‌টন্ এলোকেশী চুলে শনশন,মধুকর বুকে শুয়েছে উজল রাত,
যখন তখন কিরণ আবরণ ফেলে,নবীন আভায় যেন উজ্জ্বল রবির প্রভাত।


বুকে সুখে মুখে,রবিশশী ফিকে,সুখ সাগরের তীরে পুরবীরাগিণী বাজে কলতান,
তোকে রুখে রাখি,তপ্ত তরকে,ত্বকে ভাসিয়ে দিবো মিলনে,বাহুতে বন্ধি মহুয়ান।
নাভীতে সরুতে,কাব্যের ছবিতে,ফোঁটা ফোঁটা জলে,টপ টপে খেঁজুরের রস,
তড়িতে গড়িতে নয় আলতোতে মন্থন, চুষে নিবো ভেসে উঠা যতশত তস।


কোমড়ে ডুমুরে সবুরে মৈমুড়ে,রজনী নাচাবো লেলিহান অগ্নিসুখের সিন্ধুতল,
ঝুমুরে নৈমুড়ে তৈমুড়ে তাথৈই,আবেগে ঘনিভূত ,জড়ায়ে ধরবো ক'টিদল।
মূলে দোলে ফুলে,অলি ফোটে কলি,সাজাবো সোনার স্বপ্নের স্নিগ্ধ বাসর,
স্বলে রলে পলে,সুখের সজল তলে সুখসংসারে কাটাবো দু'জন দু'জনার।


রচনাকাল
০২।০৬।২০১৪
ইউ এ ই