আমি তোমাকে মনে যতনে রাখি
দারুচিনি দ্বীপে দিয়েছো যে ফাঁকি
কথা তো হয়নি শেষ আজো বাকি,
বলনা'গো তোমায় কি নামে ডাকি।


গোপনে এলে তুমি শিরীন শরাব,
কি ভেবে যে উঠালে আধা নেকাব
তোমার বক্ষে ছিলো অগ্নিখোয়াব,
আঁখির জ্যোতি'তে নেশা সয়লাব।


কল্যাণ-দীপ জ্বেলে এলে ঐ ঘরে,
ফুল ফোটা ছিলো তোমার অধরে,
শরীরে'র সেই  রূপের কিরণ ধরে
নিভু দ্বীপে রূপে আলোএসে পড়ে।


রূপে রূপে,অপরূপা পরী মনোরমা
দোপাট্টা  ছুড়ে ফেললে তিলেত্তমা,
বারবার উঠেছে ভেসে ইন্দ্রধনুসমা,
খুঁজেছি কত সাদরে চাইতে  ক্ষমা।


সাদা  কাপড়ে দেহে জড়ানো আঁচল,
বিধবা তুমি কষ্ট ক্ষতে ভাব অবিচল,
কি  দারুণ দেখতে আঁখিভরা সজল,
এসো ঘর সাজায় দু'য়ে মিলে সরল।


ভিজিয়ে'ছ শরীর নেশা চুম্বন বরষে,
শিশিরে  ধু্য়েছ  ক্ষণ মনের  হরষে,
খুঁজে'ছ  সুখ বাহুবন্ধনে গুপ্ত তরষে,
একেমন প্রেমে জড়ালে স্নায়ুকোষে।


রচনাকাল
১৪।০৬।২০১৪
ইউ এ ই।