কুটিরপ্রাঙ্গণে এক টা টব রেখে দিও,একটু যতন করে,
এলোকেশী খোঁপায় গুজে দেবো ফুল,নিশি অভিসারে।
সদ্যোজাত  ফুলে'র  কলি সুবাসিত করবে,পাগল মন,
গন্ধে ভাসবে সারা কক্ষ,বক্ষ জুড়ে,নিবিড় নিকুঞ্জ ভূবন।


উজ্জ্বল চোখের দৃষ্টি দিও নিঃসংকোচে সোঁদা'র সুবাসে,
নিশীথ-বাসরে নির্নিমিখ আলোকিত মনের গুপ্ত হরষে।
চাঁদ ইশারা কর'বে টিনচালা ভেদ করে তোমার ললাটে,
রূপের ঢলাঢলি উষ্ণ'তা গলাগলি হরিণ চোখের পলকে।


মেঘে'র আঁধার হলে রাঙ্গা বধু তুমি আঁচল পেতে রেখো,
ফুলে'র বিছানা সাজিয়ে তুমি, আমার প্রতিক্ষায়  থেকো।
লজ্জা অবকাশ ভরিয়ে দিবো,ঐ কোমল ছায়া ঘেরা মনে,
মুহূর্তে পাঁজরগুলো উঠবে  কেঁপে, থাকবো তোমার সনে।


আজ নিশি'তে বধু সেজে বসে আছে,অপূর্ব রূপের সাগরে
কখন আসবে তার প্রাণের সখা ,সুন্দর সোনালী বাসরে ।
উত্সাহ মনের আমেজ ক্ষণে হঠাত কে যেন ছুড়লো পানি,
এসিডের  জলে দগ্ধ বধু'র মুখ জ্বলছে অবলীলায় অবনী।


রচনাকাল
০৫।০৭।২০১৪
ইউ এ ই ।