মনের সীমান্তের পাহাড়ে কে হেঁটে যায়
মৃদু হাওয়ায় চক্ষুকর্ণ দুইটি আভায় ঢাকা,
তর্ক চলে মনের সাথে প্রাণের প্রবল ঢেউ
নীলাম্বরী পরী পুষ্পরাজি চিত্রপটে আঁকা।


ওগো তুমি কি সেই স্বপ্নে দেখা মনমানবী
আছি সবুজ নেশাভোরে তোমার পথে চেয়ে,
আড়ালে কেন ভাসছ বসে রূপকুমারী হয়ে
স্বশরীরে আসো ধন্য হই তোমার মন পেয়ে।


রচনাকাল
২০।০৭।২০১৪
ইউ এ ই ।