আমি বিশ্বাস করিয়া ঐ মাটিতে বাঁধিয়াছি
দূরদেশী অচেনা বন্ধুত্বের আপন ঘর,
মনের যত সুবাসিত পুঁথিমালা ছিলো বলা
সুযোগে বেচা কেনা করিয়া হইলে স্বার্থপর।


আমারে করিয়াছ বেইমান মনের খামুশে
বল কি পাইয়া করিলে এমন সর্বনাশ ?
আমি যাহারে আপন ভাবিয়া শ্রদ্ধা করিয়াছি
সেই খুঁজিয়া লইলো বিশ্বাসের নীড় ভাঙ্গা মধুমাস।


আমি তাঁহারে নাম দিয়াছি সাহিত্যমানবী
ভালোবাসাসহ শ্রদ্ধায় ভরাইয়াছি তাহার মন,
যে তাহার মূল্য বুঝিলো না জীবন পথে
সে কি করিয়া বুঝিবে বিশ্বাসের লাভ ক্ষতিপুরণ।


আমি ভাবিয়া ভাবিয়া রাত সাবাড় করিলাম
দুই চক্ষু কোণে আসিলো না এক পশলা ঘুম,
কি দরকার পড়িলো কথা বেচা কেনার হাটে
গিয়া বন্ধুত্ব খনন করিবার উঠাইয়া মনে হিরোইন ধুম ।


আজ বুঝিলাম বন্ধুত্ব করিতে যোগ্যতা লাগে
না বুঝিয়া না শুনিয়া বাঁধিও না মিত্রতা
যে তোমায় বুঝিবে তুমি তাহাকে বুঝিবে
তাহার সাথে করিও না কভু শত্রুতা ।


রচনাকাল
০১।০৮।২০১৪
ইউ এ ই ।