ক্ষণিকের মোহে  শরিরী আবেগে
   তুলো নাকো রঙ্গিন পাল,
   নিয়মে ঘরে বাতি জ্বালো
যৌবনের আবেগ বড় বেসামাল।


চন্দ্রের গায়ে কলঙ্ক আছে জানি
  তবু সে উজ্জ্বল আলো দেয়,
  তোমার শাড়ির আঁচল তলে
ফুল ফোটে এক ভুলে জীবন যায়।


মেঘের আড়ালে চাপা পড়ে সুরুজ
   ঘোর কেটে আবার হাসে,
  চকচক শরীরে ধূলো পড়লে
বরষ জলে ভুলের মাশুলে বক্ষ ভাসে।


যৌবনের গান গায় মানব শরীর টানে
    আকোষিত মন যাযাবর,
    বিশাল সমুদ্রে পাল তোলে
সতত,বোঝে না ভালো মন্দ বরাবর ।


তাই করো নাকো ভুল যৌবন মধুমাসে
      মন সমীকরনের ঘর মালো,
       দাঁড়ি, কমা, কোলন মানো
মনের চেতনায় জ্বালাও নিয়মের আলো ।


রচনাকাল
২৩।০৮।২০১৪
ইউ এ ই ।