আমি তোমারি হিয়াতলে বাঁধিয়াছি নীড়
আত্নভোলা মন বসন্তে,যৌবনে অস্থির,
শুধু খুঁজিয়াছি তোমারি হাতের ছোঁয়া,
তুমি ধরিয়া, ছাড়িয়া দিলে মন সমুদ্র মাঝে
এই জীবন আজ যেন ভাঙ্গা ঢেউয়ের কোঁয়া।


দীপখানি জ্বালাইয়াছে আমার মনের কুঠিরে
আচমকিত হইয়া থুবড়ে জাগিয়া উঠিরে,
তোমার অস্তিত্ব খুঁজিয়া ফিরি ক্লান্ত মনে,
রাত জাগিয়া থাকি মোমদীপ জ্বালাইয়া রাখি
আশায় আশায় যদি হয় কভু দেখা তোমারি সনে।


রহস্য ঘেরা প্রেমের রঙ্গিন স্বপ্নের সংসারতলে,
কত কথা বলিয়াছ আমরণ প্রেমের চরণতলে
বাঁচাইয়া রাখিবে আমাদের নিঁখুদ কাহিনী,
আজ বিস্ময়ে আমি,বাস্তব রহস্যে নিমগন তুমি
ছন্নচ্ছাড়া বিষাদের কষ্ট গুলো যেন মনের বাহিনী।


নিদারুণ বেদনা বাজিতেছে কষ্টের রাগিণীসুরে
অন্তরবিদারণ কাঁপিতেছে সদা মনের অচিনপুরে
যেই কষ্ট নামক সংগীত আজি যেন ছেঁড়াতার,
তীব্র তপ্ত দীপ্ত নেশায় চিত্ত মাতিয়া গেলে অনায়াসে
সাজানো স্বপ্নের কুঁড়েঘরে আজি জীবন করলে ছারখার।


তবু সুখী হও লহ প্রণয়, যে টানিয়া লইলো তোমারি মন
কষ্টে ভাসিবো দুঃখ নাই,যখন দেখিব তোমার সুখ আবরণ।


রচনাকাল
১১।০৯।২০১৪
ইউ এ ই