তুমি হবে গো - ওগো  ললনা,আমার সোহাগিনী,
ভালোবাসায় ভরিয়ে দিবো সদা মনের সঞ্চারিনী।
            আকাশের চাঁদ দিবো,
           জোছনার আলো নিবো
যে আলোয় রূপের ছটা ছড়াবে  ওগো প্রেয়সিনী,
তুমি হবে গো-ওগো প্রিয়াতা,আমার মনের ঘরনী।


আমায় দেখ গো-হাতে হাত রাখো,ঐ চোখ হরিণী,
মনের মাঝে বাঁশরী বেজেছে উজান নদী'র তরনী।
             মনের মিলন মোহনায়,
              ভাসি প্রেম যমুনায়,
ভালোবাসার স্রোতে আঁকড়ে রাখবো ওগো তরুনী,
তুমি রবে গো-ওগো শ্রেয়সী আমার ঘরের সুবাসিনী।


তুমি হবে গো- আমার ভোরের কবিতা, কাব্যরজনী,
উপমায় সাজাবো সুখের সংসার মোদের  তরীখানি ।
             নাবিক হবো আমি,
             নৌকা সাজাবে তুমি,
যেই নৌকায় ভাসবো দু'জন সংসারে,আমার সঙ্গিনী,
তুমি সাজবে গো-বধু সাজে মেহেদী হাতে চির অবনী।


আমি জানি গো-বিনাসুতী মালা গেঁথেছ,ফুলে সারনী,
লাজুক মনে গভীর প্রেমের ছন্দ এঁকেছ,আমার বরণী।
               গলায় পড়িয়ে মালা,
               আমার এই মধুমালা,
আকাশসম ভালোবাসায় দিয়ে ভরাবো ওগো সজনী,
তুমি রবে গো-সারা জীবন এমনি করে প্রাণের অরুনী।


রচনাকাল
০৯।১০।২০১৪
ইউ এ ই।