আমাদের রক্ষে করো
  সকল বিপদ থেকে
  তুমি বিধাতা উদার,


জানি আমাদের চেয়ে
      বড় পাপী বান্দা
নেই এই ভুবন মাঝে
হে পাকপরোয়ার দিগার।


জমিন দিলে আসমান দিলে
      বসবাস তরে
  মার্জনা কর প্রভু হে,


ফুল ফলে কত রসাজল
    দিলে জীব সেবায়
  মহান হৃদয়ের পরিচয়ে
আরতি তোমার সমীপে।


ইবোলা ভাইরাস বাঁধেছে বাসা
  মানব শরীরের তরে
  ক্ষুদ্র আত্মার উপর,


ঈর্ষায় থাকেন না কভু হে প্রভু
      মুক্তি দাও মানবে
  তোমার কোমল মনে,
      সাজাও সুখের বাসর।


ক্ষমো ক্ষমো প্রভু বিশ্ব ভুবনে
     তোমার অসীম দয়ায়
       শত্রু মিত্র পরাপর,


হৃদয়ের পরিসরে মিনতি করি
   দু'হাত জুড়ে তোমার চরণে
       শান্তি এনে দাও,
   আমরা মানব'রা যে যাযাবর।


রচনাকাল
১৭।১০।২০১৪
ইউ এ ই।