.         শিশুকাল
প্রভাত রবির  আলোর ধারা
ক্রমে ক্রমে বেড়ে উঠে তারা
হামাগুড়ি দিয়ে দাঁড়ায় সারা
চলতে চলতে দৌঁড়ায় পাড়া।
         কৌশর কাল
দুরন্তপনা  নরম মনে মাঝে,
সকাল বিকাল সন্ধ্যা সাজে,
মনে চঞ্চলতার মাদল বাজে
কখনো আবার লুকায় লাজে।
       যৌবন কাল
যৌবনে হরেক রঙ্গে স্বপ্নমনা
অনন্ত প্রেমের  মধুর  বাসনা,
ভালো  মন্দের  ধার ধারে না
রঙ্গিন স্বপ্নের ঘরে আনাগোনা।
         ২১শের পর
জীবন পথের  সিঁড়ি  বদলায়
চাকুরি,বিয়ে সংসার মোহনায়,
দায়িত্ব ঘাড়ে নানান দোলনায়
ভীড় করে কভু কঠিন সীমানায়।
          বৃদ্ধকাল
ক্রমশ সকল স্বপ্নের বিদায়পনা
কভু সুখ, কভু কষ্টের সম্ভাবনা
কভু  বৃদ্ধাশ্রমে ভর্তির প্রস্তাবনা
তাড়িত করে কত শত যাতনা।
         বেলা শেষে
জীবনের সকল হিসেব নিকেশ
ফের শিশুবোধ যেন মনে তরেষ
খেলাশেষে বয়ে যায় বেলা রেশ
শবদেহ নিথর স্বরলিপি নিঃশেষ।  


রচনাকাল
১৯।১০।২০১৪
ইউ এ ই ।