আজ বহু দিন ধরে লুকিয়ে আছো খেলছ লুকোচুরি,
প্রত্যেক দিনে নিভৃত ক্ষণে তোমার অনুভবে মরি।
মনের গভীর তোমার সততা মুগ্ধ সম্রাজ্য গড়ি,
তোমার সৃষ্টি দৃপ্ত মনে উল্ল্যাস নিঃস্বার্থ প্রেমে পড়ি।
আদিবাসী অধ্যুসিত রাঢ় অঞ্চলের ভাষার প্রতি তুমি,
দিয়ে গেছ শ্রম জানালে মোদের সংস্কৃতির অনুরাগী চুমি।
দুঃখ-দারিদ্রতাকে কবিতার মাঝে অগ্রগণ্য শ্রেণীর দৃষ্টি ,
তোমার কাব্যের কারিগরি দক্ষতায় সুস্পষ্ট পূর্ণতার সৃষ্টি ।
পশ্চিমাঞ্চলে লোকেদের অন্নের খবর বলে গেলে সরল মনে,
সমাজের প্রতি তোমার আকুল প্রেমে গড়ে যাচ্ছ এই ক্ষণে ।
ভাবি শুধু হায় কোথায় খুঁজে পাই যেথায় সোনার ফসল ফলে,
গৌরবে তুমি সৌরভে তুমি এই কথা জানে কবি,কাব্য কবিতা দলে ।
দিগন্তব্যাপী তীব্র  প্লাবন আনো,প্রত্যহ দুঃস্বপ্ন হত দরিদ্রের ঘর,
রেখেছ কবিদের মান,উঠুক তুফান কে আপন আর কে যে পর।
এক সাথে গেঁথে বর্ণ বেঁধেছ ,তাঁতীর মতো  জীবনের আদালতে,
হরেক রঙ্গের মানুষ উড়ায় ফানুশ ভিন্ন অভিন্ন বিবেকের ধারাপাতে।
তুমি দাও নি ছাড় একি কারবার!!বলে গেলে কবিতা কথার ছলে,
ইতিহাস হবে কথা পড়ে রবে গদ্য,পদ্য অনিন্দ সুন্দর ছন্দের বলে।
তাই আজ ফরিয়াদ করি অন্তর্যামীর প্রতি তাঁকে সুস্থ রাখো অবিরল,
অপরূপ রূপে গড়েছ তুমি সভ্যতার ঘরে সংগ্রামে রেখে অবিচল ।


রচনাকাল
০৮।১১।২০১৪
ইউ এ ই ।


বিঃদ্রঃ- নিবেদনে আমার আজকের কবিতা'টি আমাদের প্রিয় "কবিতার আসর"এর সম্মানীত শ্রদ্ধাভাজন সবার প্রিয় কবি অরূপ গোস্বামী সমীপে উৎসর্গ করলাম ।