অঙ্গের বাঁধনে নিবিড়তায় খাঁচায়, চুমিবো চঞ্চল মনে,
দেহের সুবাস বিলিয়ে দিব, বিকীর্ণ মাঘের হিম ক্ষণে ।
অদৃশ্য সুখ স্পর্শে বুনবো শ্রাবণের বৃষ্টিধারা,
দিগ্বলয়ের অভাবিতের স্বপ্ন ,করবে পাগলপারা ।
সুখের স্রোতে সাগর বানাবো আঁখি যুগল পানে,
বিন্দু বিন্দু মাখন ফোঁটায়, ভিজাবো তুষার প্রাণে।
বক্ষ ভরা পরশ মাখা,সুখের কোষে বসবাস,
দিক্-দিগন্তরে আঁধারের রূপে,যেন স্বর্গবাস ।
বকুল তলে উঠল ফোটে,পাপড়িগুলি থরে থরে ,
নিবিড় সুখের বৃষ্টি ঝরে,মন টা যেন আজ ফুরফুরে ।


রচনাকাল
০৭।১১।২০১৪
ইউ এ ই ।