.            আজি এই শীতের আগমনে
              কালো মেঘে ঢাকা দুর্দিনে
আনাচে কানাচে ধরে          অসহায় কত লোক ঘুরে,
               কি করে দিচ্ছে জীবন পাড়ি
            এত কষ্ট দেখে সইতে না পারি।


             ঘরে তাঁদের ছেঁড়া কাঁথা বালিশ
             কার কাছে যাবে করবে নালিশ
শীতের রাতে বৃষ্টির জল      কাক ভেজা রয় অবিরল,
              সারা রাত কষ্টের পুঁথি লিখে
              ভরা দুর্যোগে এই জীবন বাঁকে।


                নিত্য দেখি কত বিভীষিকা
               মোদের ঘরে জ্বলে রঙ্গিন শিখা
শোকাতুরা শীতের বাঁকল      কাঁপছে ঐ দেহের আঁচল
                উত্তরায়নে বহে বরপ বাতাস
                লোম খাড়া দিয়ে বড়ই উদাস।


                ভাঙ্গা বেড়া ক্রূর হাসির আকার
                সহিষ্ণু হৃদয় নিষ্ঠুর সান্ত্বনা তার
দ্রুত ঠান্ডা পবন ঘরে আসে       রোগগ্রস্ত মা শুধু কাঁশে
                এই নিষ্ঠুর শীত সইতে না পারে
               মা কাঁপছেন বুঝি যাবে পরপাড়ে!!


               এমনি কত ছবি অলি গলি দেখি
               মাঝে মাঝে ভাবি কি জীবন একি!
তোমার আমার ঢের আছে     দিবার মত যদি কিছু বাঁচে
                 দুর্বল ধমনীর জ্বলন্ত প্রলাপ
                 এসো হাত বাড়াই প্রেমালাপ।


রচনাকাল
১১।১১।২০১৪
ইউ এ  ই ।