শুধু জাত নিয়ে বড়াই কেন,কর আলোচনা,
গোবরে যদি পদ্ম ফোটে,অরুচি কেন ফনা।।
তুমি বংশের গৌরবে মাতো,বৃষকাষ্ঠ আচার,
যেখানে একটি সুন্দর মন সেথায় শিষ্টাচার।
কুলের বধু শতরূপা শতেক গুনে তুলসীনারী,
যা নিয়ে করছ বড়াই যদি সে নারী ব্যভিচারী!!
জাত সন্তানের মুখের বুলি, পোড়ামাটির গন্ধ,
ভালো হয়ে যে জন বাঁচে হউক না সে জন্মান্ধ।
ছোট লোক বলে দাও যে গালি দরিদ্রে অসহায়,
বড় লোকের জীবন অভিধানে প্রভু যেন নিরুপায়।
জাত সম্মানে বাঁচে গরীব,সম্ভ্রম তাঁদের সম্পদ,
জাতের বড়াই ধনীর দুলাল কেড়ে নেয় পরম্পদ।
পোকাধরা কিছু মানব মনে সুলক্ষণ যেখানে ভীত,
জাতি,ভেদ,কুল নয় জগতের বুকে আমরা মানব সত্য।


রচনাকাল
০৩।১২।২০১৪
ইউ এ ই ।