তুমি ঠিকানা চেয়েছিলে বন্ধু
যেই ঠিকানার আমি ও সন্ধানে,
সেই ঠিকানা কোথায় পড়ে আছে
যেন আমি খুঁজি ফিরি মন্থনে।


এই ধন সম্পদ এই বাড়ি ঘর
আসলে কি বন্ধু সবই তোমার ?
যে দিন তোমায় খাটিয়া তুলবে
কিছুই যাবে না সঙ্গে আমার ।


আমি যাযাবর কে আপন,পর
আবেগের ঘরে থাকে যত মায়া,
ভালোবাসায় সিক্ত হয়ে ভাবি
প্রিয়জনের কথা মনে তাঁদের ছায়া।


হৃদয়ের টানে অনুভব করি প্রিয়সুরি,
তার কোমল মনের শত আবদার,
কুয়াশা ঢাকা ঘরে অভাব ঝড়ে পড়ে
সে কথা তাকে ও বুঝা দরকার ।


আবার,অসীম ধনের পূর্ণতা মনের ভিন্নতা
ঝলমলে দুনিয়া খোঁজে কারো মন,
বন্ধু সেথায় পড়ে আছে নোংরা খেলা
ভাবে না আপন ঠিকানায় যাবে কখন!!


ক্ষণিকের মঞ্চে জাক-জমাট ব্রাঞ্চে
প্রত্যহ উষায় সূর্যোদয়ের খেলা,
রঙ্গিন দুনিয়ার বন্ধু দু'চোখের আলো
কখন ভেসে যাবে আপন ঠিকানায় ভেলা।


বন্ধু মনরে বলি মন ভাবিস না অকারণ
ওপাড়ে লেখা আছে আমার ঠিকানা,
যদি কখনো দেখা হয় আপন ঘরে বসে
সেই ঠিকানায় করবো না হয় আলোচনা।


রচনাকাল
২৮।১২।২০১৪
ইউ এ ই ।