মলিন বদন হৃদয় মাঝে আজ উঠছে প্রবল ঝড়,
খসে  যাচ্ছে  দিন এমনি করে মাসের পর বছর।
রোজ  উষাতে আঁখি মেলি, রবির আলোর তরে,
বত্রিশ বছর এভাবে পাড়ি, প্রাণের আলোর ঘরে।


বাড়ছে যদি ও দেহের বয়স,কমছে প্রাণের আয়ু,
হিসেব টা মিলাতে গিয়ে, কখন ছেড়ে যাবে বায়ু!
জগৎচরে ধূলি-মাটি,সকল আগামী দিনের আশা,
বুকের মাঝে অসীম স্বপ্ন,শুধু বেঁচে থাকার পিয়াসা।


মধুর আহা কি যে মধুর,মানব জীবনে ফোটা ফুল,
বর্ষভরা পুঁজি দোষে,গুণে ভরা,প্রিয়ার কানের দুল।
রাত দ্বিপ্রহরে নতুন নামে,সবার ঘরে বদলাবে সন,
বদলে যাবে দিন-পঞ্জিকা,ক্যলেন্ডারের পাতার মন।


কমলো বুঝি আরেক'টি বছর সাধের মানব জনম,
কিছুই দিলাম না জগৎ ঘরে ,নিলাম মনের মতন।
বৃদ্ধ বছর  ক্লান্ত আজ নিয়ে গেল জীবনের অবসর,
জানিনা কখন নিথর হবে মোর মনব মনের আসর।


হে প্রভু,আকুতি করি কবিতার গায়ে,জগৎ খেলাঘরে,
কল্যাণ্যের জোয়ারে ভাসিয়ে দাও এই বিশ্ব চরাচরে।
নোংরা মনের যে বাসিন্দা,বদলে দাও তার সেই মন,
আরতি করি তোমার চরণতলে ভরাও সুখের আসন।


রচনাকাল
৩১।১২।২০১৪
ইউ এ ই ।


বিঃদ্রঃ-এই বছরের শেষ  কবিতা ।