পয়সার এই পিঠ বলো  
আর ওপিঠ বলো,
আমরা সবাই এই স্বাধীন দেশের সন্তান।


বাংলার এই ভাগ্যাকাশে
লাল সুরুজ উদয় মিশে,
ক্ষমতার লোভে, অসহায় ধ্বংস জনগন ।


যেই কাননে ফুল ফোটে
আজ সেই কাননে বাজি ফাটে,
কাঁপছে শহর,স্তব্ধ বিবেক নেয় অনশন।


সামান্য কিছু টাকার লোভে
মিছিল নামায় অতি ক্ষোভে,
ভাবছে না সে গুলি এসে,অকাল প্রয়াণ।


শুন্য হচ্ছে মায়ের কোল
মারলি যাকে,কি ফেলি বল?
তোকে একদিন যেতে হবে নিথর শয়ন।


ক্ষমতায় যারা দেশ চুষে
তাদের বিবেক শুধু কাঁশে,
জন্মভুমি ধ্বংস ত্রাসে,দেখছেনা তাদের নয়ন!!


কিসের ক্ষমতা কিসের ঘর,
মরণ খাটিয়ায় সবই পর,
সুখ চাই মানব মনে উড়াই এসো শান্তির কেতন।


ওরে ফিরে আয় নতুন দেশে
যেখানে সবায়  ভালোবাসে,
সবার মুখে হাসি ভাসে,স্বপ্ন দেশের স্বপ্নীল চয়ন।


রচনাকাল
০৬।০১।২০১৪
ইউ এ ই ।