ওরে বন্ধ করো ধ্বংসলীলা,ক'দিন আর ভবের খেলা,
কিসের তরে কিসের মেলা,বোমাবাজি সারা বেলা ।
             অপরূপা সোনার বাংলা
           টেকনাফ থেকে সেই মংলা,
চলছে যে আজ তান্ডবলীলা,ক্ষমতা লোভের ছলাকলা,
মরছে মানুষ শ'তে শ'তে রবির আলোয় খোলামেলা।


তোরা কেমন ক'রে ফাটাস বোমা,নেই কোন দাঁড়ি কমা,
যেথায় সেথায় করছিস গুলি,জ্বলছে যে আজ তিলোত্তমা।
             কিসের জন্য স্বাধীন হলো,
             কথায় কথায় একি বলো,
ধ্বংস করে লাভ কি বলো,দেশের সম্পদ নেইকো জমা,
মগজ তোমার ধোলায় করো, পাবে না বিবেকের ক্ষমা।


ওরে আমরা সবায় মানব জাতি,কামার,কুমার,জেলে তাঁতি,
এক সাগর রক্ত দিলাম একাত্তরে,আমরা যে বীরের জাতি।
             তবে কেন আজ বিভেদ বলো,
             তোমাদের মনে একি  হলো?
যাকে তুমি মারছো গিলে,পেট্রোল বোমা ঢেলে, রাতারাতি,
সে কি তোমার নয়কো প্রজা,কেন ধ্বংস যজ্ঞে মাতামাতি!


ওরে চিন্তা করো দেশের কথা,আনো মানব মনে সরলতা,
ধন সম্পদ,ক্ষমতা যথা,যাবে না সঙ্গে তথা,ভাবো মানবতা।
                যখন তুমি ওপারের যাত্রী হবে,
               ভালো মন্দের কথা বলবে সবে,
ভালোর তরে ফুল দিবে,মন্দের কু্ঞ্জে থুথু দিবে,বাস্তবতা,
ওরে আজ মন'রে বলি বন্ধুরে তুই জীবন যুদ্ধে রাখ সততা।


রচনাকাল
১৩।০১।২০১৫
ইউ এ ই ।