ও অর্ঘ্য তোর লাটিম বুঝি
      চক্কর চরকে ঘুরে?
সুরেলা সুরে ভোমরা গান গাই
    তোর নামটি ধরে।


লাটিম সুতা  টেনে কাছে এনে
       আদর করে দিবি,
সে মনের মতন ঘুরবে তখন
        বেজায় মজা পাবি।


ঘুরতে ঘুরতে লিখবে লাটিম
     তোর সুন্দর নাম
মা বুঝি ডেকে বলবেন ওরে
  পড়াশুনা নাই ব্রজধাম!!


সাত সকালে লাটিম নিয়ে
   কেন করছ সময় পার?
মায়ের শাসন মনের মাঝে
      মিস্টি মনের ধার।


অর্ঘ্য  বসলো পড়ার টেবিলে
    মন সেই লাটিম খেলা,
বাবা,মা'র আদর মমতা অজস্রতা
  লাটিম নিয়ে কাটে বেলা।



রচনাকাল
১২।০৪।২০১৪
ইউ এ ই


শিশুতোষ ছড়া।