বৈশাখী মাসে বরষার ত্রাসে
তুলে নেয় রাস্তার পাশের ঘর,
রাতের আধারে বন বাদড়ে
তান্ডব চিনেনা কে আপন,পর।


খড়ের চাউনি ঘেরা তাল পাতার বেড়া
দিন-রাত টুপ টুপ জল পড়ে ঘরে,
জোয়ার এসে হানা দেয়,চারিদিকে থৈথৈ
ওদের  কথা ভাবতে কস্টে চোখজল ঝরে।


দিন আনে দিন খায় কোন বেলা উপোষ রয়
হাজার কস্টে ঘেরা ওই দুখি মানুষ
অথচ কত ধনী কত চন্দনে,টাকা উড়ায় মৌবনে
জমজমাটে রংগিলা ফানুশ।


রচনাকাল
২১।০৪।২০১৫
ইউ এ ই।